ঈশ্বররগঞ্জে বাসচাপায় ভ্যান চালক নিহত

| আপডেট :  ২৯ মার্চ ২০২২, ১০:৫৪  | প্রকাশিত :  ২৯ মার্চ ২০২২, ১০:৫৪

ময়মনসিংহ প্রতিনিধি : বাস চাপায় দেলোয়ার হোসেন (১৮) নামে এক ভ্যানগাড়ি চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।নিহত দেলোয়ার হোসেন ময়মনসিংহের ঈশ্বররগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের আবুল কালামের ছেলে।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হারুয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, প্রতিদিনের মত দেলোয়ার হোসেন ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে ঈশ্বরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে কিশোরগঞ্জ ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের হারুয়া এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি এম কে সুপার বাস ভ্যানগাড়িকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় আনোয়ারুল হক নামে এক যুবক। পরে স্থানীয়রা আনোয়ারুল হককে দ্রত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল কাদের মিয়া বলেন, চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত