তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ‘দাবি’ নিয়ে যা বললেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর

| আপডেট :  ৩০ মার্চ ২০২২, ০১:০০  | প্রকাশিত :  ৩০ মার্চ ২০২২, ০১:০০

 

তুরস্কের ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা মঙ্গলবার আলোচনা করেন।

এ আলোচনার পরই রাশিয়া ঘোষণা দেয় তারা কিয়েভ ও আশেপাশের স্থানগুলোতে হামলা চালাবে না।

অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয় নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে তারা রাশিয়ার দাবি অনুযায়ী ন্যাটো বা অন্য কোনো সামরিক জোটে যোগ দেবে না।

রাশিয়া-ইউক্রেনের আলোচনাকে ফলপ্রসু হিসেবে দাবি করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগলু।

তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এ দাবি বিশ্বাস হচ্ছে না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের।

মঙ্গলবার ব্লিনকেন বলেন, যুক্তরাষ্ট্র ফলপ্রসু আলোচনার কোনো লক্ষণ দেখেনি।

তার মতে, রাশিয়া আলোচনাকে তেমন সত্যিকার অর্থে গুরুত্ব দিয়ে দেখেনি। তাছাড়া রাশিয়া হামলা বন্ধ করে দেবে, এমন কথাও বিশ্বাস করতে পারছেন তারা।

ব্লিনকেনের দাবি, রাশিয়া মুখে বলে একটা, করে আরেকটা।

মঙ্গলবান মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ব্লিনকেন।

এ ব্যাপারে ব্লিনকেন বলেন, এখানে রাশিয়া বলে একটা, করে আরেকটা। আমরা রাশিয়া যা করে সেটির ওপরই গুরুত্ব দেই।

কিয়েভ বা এর আশেপাশে রাশিয়া হামলা করবে না এ বিষয়টি নিয়েও বেশ সন্দেহ প্রকাশ করেন ব্লিনকেন। তিনি মনে করেন সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে রাশিয়া।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেন, রাশিয়া কিয়েভে হামলা করবে না এটা হতে পারে, তারা সাধারণ মানুষকে বোঝাতে চাইছে রাশিয়া সত্যি সত্যি যা করছে, তা করছে না।

ব্লিনকেন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনই আগ্রাসন বন্ধ করুন। গুলি চালানো বন্ধ করুন, সেনাদের প্রত্যাহার করে নিন এবং আলোচনায় বসুন।

সূত্র: সিএনএন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত