বাগেরহাট ভূমি খাতে সেবার মানোন্নয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: টিআইবি বাগেরহাট’র আয়োজনে ভূমি খাতে সেবার মানোন্নয়নের লক্ষে বাগেরহাট সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল ১০টায় ভার্চুয়াল পদ্ধতিতে (জুম) এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় সনাক সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাগেরহাট সদর সহকারি কমিশনার (ভূমি) বিবি করিমুন্নেছা। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সূচনা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব।
মতবিনিময় সভায় ভূমি খাতে সেবার মানোন্নয়নের লক্ষে তথ্য উন্মুক্তকরণ, হেল্প ডেস্ক স্থাপন, ভূমিসেবায় ডিজিটালাইজেশন, সেবাপ্রত্যাশীদের সরাসরি ভূমি অফিসে এসে নামজারিকরাসহ ভূমিসেবা বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করার প্রতি গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত