জাতীয় সরকারের ফর্মুলা জানাল বিএনপি

বিএনপি ক্ষমতায় এলে আন্দোলনে যারা মাঠে থাকবে তাদের নিয়ে গঠিত হবে জাতীয় সরকার। তবে তার আগে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।
বুধবার (৩০ মার্চ) দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব আরও বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এর মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে।
দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটা উনারা নিয়মিত বলেন। এদিকে নিত্যপণ্যের লাগামহীন দামের প্রতিবাদে আগামী ২ এপ্রিল ঢাকায় গণঅনশন করবে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করা হবে।
এর আগে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর ১৭ মাস পর কারামুক্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে নাগরিক সংবর্ধনায় মির্জা ফখরুল বলেন, একদিকে টিসিবির পণ্যের জন্য ট্রাকের পিছে ছুটছে মানুষ, অন্যদিকে কোটি টাকা খরচ করে কনসার্ট করছে সরকার। এ সময় গণমাধ্যমকর্মী বিলের সমালোচনাও করেন তিনি।
এদিকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ সরকারের পতন ছাড়া জিনিসপত্রের দাম কমবে না।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত