দুর্বিসহ জীবন সহ্য করতে না পেয়ে শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের বাড়ি ঘেরাও
অর্থনৈতিক সংকটের কারণে গত দুই সপ্তাহ ধরে দুর্বিসহ জীবন কাটাচ্ছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর মানুষ। দুর্বিসহ জীবন আর সহ্য করতে না পেরে বৃহস্পতিবার বিকাল থেকে বিক্ষোভ করে রাজধানীর অধিবাসীরা।
দেশটির প্রেসিডেন্টের বাসভবন ঘেরাওয়ের জন্য প্রায় ৫ হাজার আন্দোলনকারী এতে অংশ নেয়। এ সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নারীসহ ৪৫ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়া পুলিশের পাঁচজন অফিসার আহত হয়েছে।
বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে এ সময় পুলিশের একটি বাস, একটি জিপ গাড়ি এবং দুটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়।
দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে তেল, গ্যাস সংকটসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যাপক সংকট চলছে। ফলে সকল শ্রেণি পেশার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। স্বাধীনতার পর শ্রীলঙ্কাতে এ ধরনের বিপর্যয় আর ঘটেনি।
গত বৃহস্পতিবার ২ লাখ ২০ হাজার মানুষকে প্রায় ১৩ ঘণ্টা বিদ্যুৎবিহীন কাটাতে হয়েছে। পর্যাপ্ত তেল না থাকায় বিদ্যুৎ উৎপাদনের মেশিনগুলো চালু করা যায়নি। এছাড়া বন্ধ ছিল সড়ক বাতিও। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হাসপাতালগুলো অপারেশনের কাজও বন্ধ ছিল। বন্ধ ছিল ওষুধ উৎপাদনের কাজও।
এদিকে বিদুৎ সরবরাহ দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে মোবাইল স্টেশনগুলোতেও বিপর্যয় দেখা দিয়েছে। সীমিত করে দেওয়া হয়েছে স্টক এক্সচেঞ্জ মার্কেট। এছাড়া কর্মীদের অফিসে যাওয়া বন্ধ রাখা হয়েছে। ফলে বাসায় বসে তারা এখন অফিসের কাজ করছেন।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত