দুমকিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

| আপডেট :  ০১ এপ্রিল ২০২২, ০৩:৪৯  | প্রকাশিত :  ০১ এপ্রিল ২০২২, ০৩:৪৯

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জয়গুন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ কর্তৃক নবম শ্রেণির শিক্ষার্থী মো. আমিনুল ইসলামকে (১৪) বেধরক মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

 


 

 

বৃহস্পতিবার (৩১) বেলা সাড়ে ১২টার সময় উপজেলার জয়গুন নেছা মাধ্যমিক বিদ্যালয়ে এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবিতে দুমকী থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা মোসাঃ মমতাজ বেগম।

 

 

 


 

 

 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি গ্রামের মো. নূরুল ইসলাম মাস্টারের ছেলে মো. আমিনুল ইসলাম শান্ত সে জয়গুন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। একই শ্রেণির শিক্ষার্থী পারভেজের সাথে কথা কাটাকাটি হলে পারভেজ প্রধান শিক্ষকের নিকট আমিনুলের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপরে প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী স্কুলের দপ্তরির মাধ্যমে শান্তকে লাইব্রেরীতে ডেকে কোন কথা না বলেই আমিনুল ইসলাম শান্ত’র উপর ক্ষিপ্ত হয়ে বেধরক পিটাতে থাকেন। এমন অমানবিক নির্যাতনে আমিনুল ইসলাম শান্ত গুরুতর অসুস্থ হয়ে পরায় তাকে সহপাঠীরা বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পরে তার মা মমতাজ বেগম তাকে অসুস্থ দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসেন।

 


 

 

বিষয়টি দুমকী উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীর বাবা মো. নুরুল ইসলাম।

 

 


 

 

এ ঘটনার সত্যতা স্বীকার করে জয়গুন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী বলেন, আমারা ইউএনও স্যারের মাধ্যমে আপোষ হয়েছি।

 


 

 

তবে পরিবারের অভিযোগ প্রধান শিক্ষক এমন অমানবিকভাবে পিটানোর পরে আপোষ তো দুরের কথা কোন খোজ-খবর পর্যন্ত নেননি।

 


 

 

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুস সালাম বলেন অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত