খিলক্ষেত ফ্লাইওভারে নর্থ সাউথের ছাত্রী নিহত

| আপডেট :  ০১ এপ্রিল ২০২২, ০৫:৫৩  | প্রকাশিত :  ০১ এপ্রিল ২০২২, ০৫:৫৩

রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার (১ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ছাত্রীর নাম মাইশা মমতাজ মীম। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় মাইশা নিহত হয়েছেন। সকাল সাড়ে সাতটার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মাইশাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া যায়। অবস্থার অবনতি হলে মাইশাকে সেখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

দুর্ঘটনার বিষয়ে ওসি জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি একটি জায়গার সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি কাভার্ড ভ্যান মাইশার পাশ দিয়ে চলে যাচ্ছে। তবে ওই কাভার্ডভ্যানের ধাক্কা বা চাপায় মাইশা নিহত হয়েছেন কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি বলেন, কাভার্ডভ্যানটি শনাক্ত করা গেছে। নম্বর পাওয়া গেছে। কাভার্ডভ্যানটিকে ধরার চেষ্টা চলছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত