সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোজা শুরু শনিবার

| আপডেট :  ০১ এপ্রিল ২০২২, ১০:২৫  | প্রকাশিত :  ০১ এপ্রিল ২০২২, ১০:২৫

সৌদি আরবের আকাশে আজ শুক্রবার (১ এপ্রিল) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেক্ষেত্রে আগামীকাল শনিবার (২ এপ্রিল) দেশটিতে প্রথম রোজা।

এর আগে এশিয়ার কিছু দেশ পবিত্র রমজান মাসের প্রথম দিন ঘোষণা করে। ব্রুনেই জানায়, শুক্রবার দেশটির আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল শনিবার (২ এপ্রিল) দেশটিতে শাবান মাস হবে। আর রোববার (৩ এপ্রিল) থেকে দেশটিতে শুরু হবে রমজান মাস।
মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে। দেশ দু’টিতে রমজান মাস শুরু হবে রোববার (৩ এপ্রিল) থেকে।

এদিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিল ফেসবুকে এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, অর্ধচন্দ্র দেখা গেছে এবং দেশটিতে পবিত্র রমজান মাস ২ এপ্রিল শনিবার থেকে শুরু হবে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই রমজান মাস একই দিনে শুরু হয়। সেক্ষেত্রে সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকসহ বিভিন্ন দেশেও আগামীকাল শনিবার রোজা শুরু হতে পারে

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত