মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই, আল আমিন

| আপডেট :  ০২ এপ্রিল ২০২২, ০১:২৫  | প্রকাশিত :  ০২ এপ্রিল ২০২২, ০১:২৫

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মহানগরীতে ফেসবুক গ্রুপ ‘জিনিয়াস’র আয়োজনে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) বিকালে মহানগরীর জয়বাংলা বাজার এলাকায় ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

চর খরিচা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল আহমেদের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, কাজী মো. আলী আকবর, ইউপিঃ সদস্য ফয়জুর রহমান ফজলু বিশিষ্ট ব্যবসায়ী আরমান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আল আমিন বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। তাই, পাড়ায পাড়ায় খেলাধুলার আয়োজন করতে হবে। পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহব্বান জানান তিনি

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত