১ কোটি টাকা বরাদ্দ পেল শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট

| আপডেট :  ০৮ এপ্রিল ২০২২, ১২:০৪  | প্রকাশিত :  ০৮ এপ্রিল ২০২২, ১২:০৪

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট দেশের ৩০ হাজারের বেশি বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সেবাদানকারী একটি আর্থিক প্রতিষ্ঠান। ১৯৯০ সালে কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের ২৮ নম্বর আইনের ধারা ৯ এর উপধারা ২-এ বলা হয়েছে, ‘এ‌ই আইনের অধীন ট্রাস্ট গঠিত হওয়ার পর শিগগির সরকার ট্রাস্টের কল্যাণার্থে কোনো তফসিলি ব্যাংকে এককালীন ১ কোটি টাকা জমা রাখিবে এবং উক্ত জমাকৃত অর্থ হইতে প্রাপ্ত সুদ/মুনাফা ট্রাস্টের তহবিলে সরকারের অনুদান হিসাবে জমা হইবে।’

কিন্তু কল্যাণ ট্রাস্ট দীর্ঘ ৩২ বছর সেই টাকা প্রাপ্তি থেকে বঞ্চিত ছিল। ট্রাস্টি বোর্ডের অনেক প্রচেষ্টা, পত্র চালাচালির পর অবশেষে প্রায় বত্রিশ বছর পর বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে সেই টাকা বরাদ্দের পত্র ইস্যু করা হয়েছে।

এ প্রসঙ্গে কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু সমকালকে বলেন, দীর্ঘ ৩০ বছর পর হলেও কল্যাণ ট্রাস্ট সরকার প্রতিশ্রুত এক কোটি টাকা বরাদ্দ পেয়েছে। এ জন্য তিনি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
তিনি বলেন, ৩২ বছর আগের এক কোটি টাকা মূল্যমান আর এখনকার প্রেক্ষাপটে এক কোটি টাকা এক নয়। তিনি আশা করেন এ বিষয়টি বিবেচনায় রেখে সরকার কল্যাণ ট্রাস্টের জন্য আরও টাকা বরাদ্দের বরাদ্দ দেবে।

উল্লেখ, কল্যাণ ট্রাস্টের আর্থিকসংকট সমাধানে প্রতিষ্ঠানটির সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু’র একটি আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোপূর্বে কল্যাণ ট্রাস্টের জন্য ৩৬০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত