অবৈধভাবে বেকু দিয়ে ফসলি জমী খনন করায় জেল জরিমানা
রতন আলী মোড়ল, শরিয়তপুর জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেল চার ঘটিকায় শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার জুশুরগাও গ্রামে কুচক্রী মহল চলমান আবাদী ফসলি জমী নস্ট করে বিনা অনুমতিতে অবৈধভাবে বেকু দিয়ে খনন করার সময় মোঃ রিপন মাঝি, বয়স ৪৬, পিতা আনু মাঝি, গ্রাম কুতুবপুর, ডামুড্যাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১০০০০০ টাকা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দন্ডিত করেন গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত।
এসময় তিনি বলেন, অবৈধ বেকু দিয়ে দেশের ফসলি জমি নস্ট করে আসছে যা মাটি ব্যবস্থাপনায় আইন ২০১০ এর সম্পন্ন অবৈধ তাই এইসব ভূমিক্ষয় থেকে গ্রাম অঞ্চলের ফসলের জমি রক্ষার স্বার্থে আমাদের অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত