‘কেন মুসলিমবিদ্বেষ’ জানতে পড়েছিলেন কোরআন, হিন্দু থেকে হলেন মুসলিম (ভিডিও)
ভারতে মুসলিমদের প্রতি কেন এত বিদ্বেষ তা নিয়ে বেশ চিন্তায় পড়েন তামিল মোটিভেশনাল স্পিকার এবং শিক্ষক সবরিমালা জয়কান্তন। সেই চিন্তা থেকে তিনি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পড়তে শুরু করেন।
ভারতীয় উপমহাদেশের মুসলিমদের মুখপাত্র সিয়াসত ডেইলির খবর অনুযায়ী, পবিত্র কোরআন পড়েই আমূল পরিবর্তন হয় সবরিমালার মন। এরপরই কাবা শরীফের পবিত্র কাপড় ধারণ করে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং পবিত্র কাবা শরীফেই নিজের নাম পরিবর্তন করে ফাতিমা সবরিমালা রেখেছেন।
প্রথম মক্কা সফরে গিয়ে ফাতিমা বলেন, ‘আমি নিজেকে প্রশ্ন করেছিলাম কেন বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে এত ঘৃণা? আমি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে পবিত্র কোরআন পড়া শুরু করি। তারপর সত্যটা জানতে পারলাম। এখন আমি ইসলামকে নিজের চেয়েও বেশি ভালোবাসি।’
ওই শিক্ষক এও বলেন, ‘একজন মুসলমান হওয়া একটি বিশাল বড় সুযোগ এবং সীমাহীন সম্মানের।’ তিনি সব মুসলিমদের অন্যান্য সব মানুষের সঙ্গে পবিত্র কোরআনের পরিচয় করিয়ে দেয়ার আহ্বানও জানিয়েছেন।
মক্কায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘তোমাদের কাছে যে আশ্চর্যজনক গ্রন্থ আছে, তা কেন তোমরা ঘরে লুকিয়ে রাখছ? সারা বিশ্বকে অবশ্যই এটি পড়তে হবে।’
১৯৮২ সালের ২৬ ডিসেম্বর মাদুরাই নামক এলাকায় জন্মগ্রহণ করেন সবরিমালা। জয়াকান্তন নামে এক হিন্দুকে বিয়ে করেন তিনি। তাদের জয়ালোচন নামে একটি ছেলেও রয়েছে।
তামিলনাড়ুর ডিন্ডিগুলে শিক্ষাজীবন শেষ করে ২০০২ সালে কুড্ডালোর জেলার কাট্টুমান্নারগুড়ি এলাকার এলেরি স্কুলে শিক্ষকতা শুরু করেন। পরে জাতির জন্য কিছু করার প্রত্যয়ে সরকারি স্কুল শিক্ষকের চাকরিটি ছেড়ে দেন তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত