খুলনা টিয়াবুনিয়ার জনবহুল রাস্তার বেহাল দশা

| আপডেট :  ২৯ মে ২০২১, ১২:৩১  | প্রকাশিত :  ২৯ মে ২০২১, ১২:৩১

গাজী সুফিয়ান, খুলনা থেকে: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় টিয়াবুনিয়ার জনবহুল রাস্তাটির বর্তমানের অবস্থা ভায়াবহ। এই রাস্তা ধরে প্রতিনিয়ত চলাচল কয়েকটি গ্রামের হাজার-হাজার মানুষের। এ অঞ্চলে রয়েছে জুটমিলসসহ বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান। যোগাযোগে ভোগান্তির কারণে ক্ষতির সম্মূখীন রয়েছে প্রতিষ্ঠান গুলি। রাস্তাটি এখন পুরাই চলাচলের অনুপযোগী। রাস্তাটির দু’পাশ ধরে বসবাসরত অসহায় ভূক্তভোগীদের দূর্ভোগের অন্ত নাই। তাদের প্রতিটা মূহুর্তে গুনতে হচ্ছে মৃত্যুর প্রহর। কখন না জানি ভারি ট্রাক উল্টে ঘরের চালের উপর পড়ে বসে!

ইতোপূর্বে বেহাল রাস্তাটিতে কিছু ট্রাক দূর্ঘটনাও ঘটেছে! হয়তো ভাগ্যের জোরে এই দূর্ঘটনার বলি হতে হয়নি কাউকে। শুকনো মৌসুমে অঞ্চলটি রুপ নেয় ধূসর ধুলোর মরুভূমিতে। আর বর্ষার মৌসুমে রাস্তাটি খাল-খন্দে রুপান্তরিত হয়ে যায়। সবমিলিয়ে বড় ভোগান্তিতে রয়েছেন এই এলাকার মানুষগুলি।

সরজমিনে কিছু ভূক্তভোগী স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায়, তারা বিভিন্ন সময়ে স্থানীয় জন প্রতিনিধিদের কাছে দ্বারস্থ হয়েছেন কিন্ত কোন সমাধান মেলাতে পারিনি। সবাই শুধু কথা দেয় কিন্তু কথা রাখেনা।

স্থানীয় একটি জুটমিল মালিক বলেন, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সাংসদকে বেশ কয়েক বার অবহিত করেছেন। রাস্তাটি আপাতত অস্থায়ীভাবে চলাচল উপযুক্ত করতে ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেছেন।

১৩ নং গুটুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী আবুল হাসান বলেন, আমি রাস্তাটির জন্য পানি উন্নয়ন বোর্ডের দ্বায়িত্বরত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি ও সরজমিনে সব দেখিয়েছি। এক্সেন সাহেব আমাকে আশ্বাস্থ করেছেন যে, যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি সংস্কার কাজের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব।

চেয়ারম্যান আরও বলেন, এটা একটা বড় বাজেটের কাজ কিছুটা বিলম্বিত হতে পারে। তবে আগামী ডিসেম্বর নাগাদ কাজটি শুরু হবে বলে আশা করছি। এখন জনগণের একটাই আবদার তাদের একমাত্র চলাচলের পথটি যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্থায়িভাবে সংস্কার করে দেয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত