সিলেটে এক ঘণ্টার ব্যবধানে ৪ বার ভূমিকম্প অনুভূত
পর পর চার বার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট নগরী। এক ঘণ্টার ব্যবধানে এতবার কম্পন অনুভূত হওয়ায় শহরবাসীর মাঝে বিরাজ করছে আতঙ্ক।
স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তা জানান, প্রথম ১০টা ৩৭ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প হয়। এরপর ১০টা ৫১ মিনিটে হয় দ্বিতীয়টি। এর প্রায় ১২ মিনিট পর ১১টা ৩ মিনিটে তৃতীয়টি এবং তারও প্রায় আধাঘণ্টা পর চতুর্থ কম্পন অনুভূত হয় নগরীতে।
পর পর এতবার কম্পনের ফলে বাসিন্দাদের মাঝে তৈরি হয় আতঙ্ক। অনেকে বহুতল ভবন থেকে দ্রুত নেমে আসেন রাস্তায়।
প্রাথমিকভাবে রিখটার স্কেলে কম্পনের মাত্রা সম্পর্কে নিশ্চিত করতে পারেনি আবহাওয়া অফিস। জানা যায়নি উৎপত্তিস্থল সম্পর্কেও।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত