দুমকিতে প্রধান মন্ত্রীর ১০ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
জুবায়ের ইসলাম , দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ স্হানীয় পরর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা চিহ্নিত করন ও বহুল প্রচারে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন (সোমবার) সকাল ১০টায় দুমকী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপী কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন জেলা প্রশাসক পটুয়াখালী। বিশেষ অতিথি ছিলেন ফরিদা ইয়াসমিন মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ দুমকি, মোঃ আবুল কালাম আজাদ সভাপতি দুমকি উপজেলা আওয়ামীলীগ, হোসনেয়ারা সহকারী কমিশনার (ভূমি) দুমকি, মোঃ আব্দুস সালাম অফিসার ইনচার্জ (ওসি) দুমকি থানা।
এসময় উপজেলাধীন ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ স্হানীয় পর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা চিহ্নিত করন ও বহুল প্রচারে করনীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত