ভারতে মহানবী (সঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে যশোর কুয়াদায় বাজারে মানববন্ধন

| আপডেট :  ১৩ জুন ২০২২, ১০:৪৯  | প্রকাশিত :  ১৩ জুন ২০২২, ১০:৪৯

জেলা প্রতিনিধি, রতন আলী মোড়ল :বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ এবং হযরত আশেয়া সিদ্দিকা রাঃ সম্পর্কে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন কুমার

জিন্দালের অশালীন, কুৎশিত ও বাজে মন্তব্যের প্রতিবাদে যশোরের কুয়াদা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোরের কুয়াদা বাজারে মুসলিম যুব সংঘ এ
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন, সিরাজসিংগা বায়তুর রেদওয়ান জামে মসজিদের ইমাম মাওঃ জসীম উদ্দীন।

বক্তব্য রাখেন, বারপাড়া হাফেজিয়া মাদ্রাসার মুহ্তামিম হাফেজ জাকির হোসেন, কুয়াদা কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ আজিজুর রহমান, মেহেদী হাসান বাপ্পী প্রমুখ। সামাবেশ পরিচালনা করেন, স্থানীয় মুসল্লি মাজহারুল ইসলাম।

বক্তরা বলেন, তাদের ঘৃণামূলক বক্তব্য, উসকানি দেয়া, সমাজের শান্তি-সম্প্রীতি বিঘ্নিত করে এমন বক্তব্য ইসলামকে কঠোর অবমাননাকর। এটা মুসলিম জাতি কখনো মেনে নেবে না। দ্রুত আইনানুগ ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত