দুৃমকিতে অগ্নিকাণ্ড বসতঘর পুড়ে ছাই

| আপডেট :  ১৪ জুন ২০২২, ০৪:৪৪  | প্রকাশিত :  ১৪ জুন ২০২২, ০৪:৪৪

জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১ম গেট সংলগ্ন এলাকায় আগুনে ১ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে স্থানীয় সেলিম হাওলাদারের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ও পবিপ্রবি’র শিক্ষার্থীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসে খবর দিলেও ২ টি টিম আসার আগেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ঘর মালিক সেলিম হাওলাদার জানান, রাত ১ টার দিকে তার স্ত্রী’র ঘুম ভেঙ্গে গেল হঠাৎ ঘরের বারান্দায় ও দোতলায় আগুন দেখতে পায়। পরে মুহূর্তেই আগুন ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে তারদের ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় লোকজন জানায় দমকিতে মাঝেমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কিন্তু ফায়ার সার্ভিস সেন্টার না থাকায় অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় ফায়ার সার্ভিস সেন্টার থাকলে ক্ষয়ক্ষতি হতো না।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত