সৌদি আরবে যাওয়ার ১২ দিন পর সড়কে প্রাণ গেল যুবকের

| আপডেট :  ১৪ জুন ২০২২, ০৫:৩৮  | প্রকাশিত :  ১৪ জুন ২০২২, ০৫:৩৮

ময়মনসিংহ প্রতিনিধি: সৌদি আরবের তায়েফে গাড়ি চাপায় রাকিবুল হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাকিবুল হাসান ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের গাঙ্গিনাপাড় গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।

রবিবার (১২ জুন)সৌদি আরবের সময় বেলা দেড়টার দিকে তায়েফে এলাকা একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চাঁন মিয়া খুব গরিব মানুষ। ইউনিয়নের সিডস্টোর বাজারে চা’য়ের দোকান করে সংসার চালায়। সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে টাকা ঋন করে ছেলেকে গত ১ জুন সৌদিতে কাজের জন্য পাঠান। কিন্তু রবিবার (১২ জুুুন) হঠাৎ খবর আসে ছেলে গাড়ি চাপায় মারা গেছেন। বিষয়টি খু্ব দুঃখজনক।

নিহতের বাবা চাঁন মিয়া বলেন, গত ১ জুন রাকিবুল রোড ক্লিনারের কাজ নিয়ে সৌদি আরবের রিয়াদে যান। সেখানে গিয়ে তায়েফে কাজে যোগদান করেন। কিন্তু ১২ দিন যেতেই গাড়ি চাপায় ছেলে মারা গেছে।

রাকিবুলের তিন বছরের এক ছেলেও আছে। চার লাখ টাকা ঋন করে ছেলেকে বিদেশে পাঠাই। এখন সব হারিয়ে সংসার নিয়ে সাগরে ডোবার মত অবস্থা হয়েছে আমাদের।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত