মহানবী(সঃ)কে কটুক্তির প্রতিবাদে আজিজ আহম্মেদ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং হযরত আয়েশা রাযি. এর শানে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে আজিজ আহম্মেদ কলেজের শিক্ষক, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বোর্ড অফিস বাজারের সড়কগুলো প্রদক্ষিণ শেষে মদিনা মার্কেটের সামনে দুমকি-বাউফল মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে অত্র কলেজের অধ্যক্ষ আহসানুল হক এর সভাপতিত্বে ও বাংলা বিভাগের লেকচারার জসিম উদ্দীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের সাধারণ শিক্ষার্থীরা।
বক্তারা কটুক্তিকারী ভারতীয় বিজেপি নেতাদের ফাঁসি দাবী করেন এবং ভারতীয় পন্য বর্জনের জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত