ময়মনসিংহে স্ত্রীকে হত্যার ১০ বছর পর স্বামীর মৃত্যুদন্ডের আদেশ

| আপডেট :  ১৭ জুন ২০২২, ১২:২৬  | প্রকাশিত :  ১৭ জুন ২০২২, ১২:২৬

ময়মনসিংহে স্ত্রীকে কুপিয়ে হত্যার ১০ বছর পর মোঃ হাবিবুর রহমান বুসাকে (৫৫) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে আসামীকে দশ হাজার টাকা অর্থদন্ড দেন বিচারক।

দন্ডপ্রাপ্ত মোঃ হাবিবুর রহমান জেলার ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামের মৃত হাজী মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (১৬ জুন) বেলা আড়াইটার টার দিকে দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এই আদেশ দেন। দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোঃ ফখরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পারিবারিক বিরোধের জের ধরে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলার ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামে স্ত্রী স্বপ্না বেগমকে ঘুমের মধ‍্যে কুপিয়ে হত্যা করে স্বামী হাবিবুর রহমান বুসা। এতে ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী স্বপ্না বেগম।

এঘটনার একদিন পর মা’কে কুপিয়ে খুনের ঘটনায় ছেলে রুবেল মিয়া বাবা হাবিবুর রহমান বুসা আসামী করে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র্দীঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আসামীর উপস্থিতিতেই মৃত্যুদন্ডের রায় ঘোষনা দেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সংশ্লিষ্ট আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ‍্যাডভোকেট মোঃ ফরিদ আহমেদ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত