বাড়ছে তিস্তার পানি, নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং

| আপডেট :  ১৭ জুন ২০২২, ০৭:৫৩  | প্রকাশিত :  ১৭ জুন ২০২২, ০৭:৫১

উজানের ঢল আর বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে তিস্তার পানি। এতে রংপুরে তলিয়েছে রাস্তাঘাট ও জমির ফসল। ক্ষতি হয়েছে ভুট্টা, বাদাম, সবজিসহ জমির ফসল। পানিবন্দী হয়ে পড়েছেন তিস্তা পাড়ের মানুষ। শুক্রবার (১৭ জুন) সকালে রংপুর গঙ্গাচড়ার বাগেরহাটে এ চিত্র দেখা যায়।

স্থানীয় ছাইয়্যাদুল বলেন, তিস্তার পানি বৃদ্ধির ফলে বাড়িঘর, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে উঠেছে পানি। থাকা, খাওয়া, চলাফেরায় সমস্যায় পড়েছেন।

তিস্তায় ক্ষতিগ্রস্ত গঙ্গাচড়া উপজেলার কোলকেন্দ ইউনিয়নের বিনবিনারচর এলাকার আরিফা বেগম জানান, পানির নিচে ঘরবাড়ি, জমির ফসল ও গবাদি পশু ডুবে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই তাদের।

ভুক্তভোগীরা বলছেন, এখনও কারো পক্ষ থেকে তাদের কাছে কোনো সহযোগিতা আসেনি। রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, পানিবন্দীদের কাছে দ্রুত খাদ্যসহ নানা সামগ্রী পাঠানো হবে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃহস্পতিবার (১৬ জুন) মধ্যরাত থেকে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে শুক্রবার (১৭ জুন) ভোর পর্যন্ত পানি ১৪ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে বয়ে যায়। আর তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি পঞ্চম দফায় বাড়ছে। এর ফলে নানা স্থানে বাড়ছে পানি।

এদিকে রংপুরের গঙ্গাচড়ার লক্ষীটারি ইউনিয়ন, কোলকেন্দ ও শংকরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনেক স্থানে মাইকিং করে নদীর তীরবর্তী এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত