দুমকির কলবাড়ি বাজারে মহানবী (সা:)কে কটূক্তির প্রতিবাদ ও বিক্ষোভ
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কলবাড়ি বাজার যুবসমাজ।
১৮ জুন (শনিবার) বিকাল সাড়ে পাঁচটায় দুমকি উপজেলার ঐতিহ্যবাহী কলবাড়ি বাজারে স্হানীয় যুবসমাজ কর্তৃক আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে কলবাড়ি বাজারের সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাজার ব্রীজের উপর শেষ হয়।
এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ মুরাদিয়া বায়তুল আমান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রুহুল আমিন, মুরাদিয়া কওমি মাদ্রাসার মুফতি আমিনুল ইসলাম, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা সিদ্দিকুর রহমান ও হাফেজ কাওসার আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী ভারতের ক্ষমতাসীন দলের নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে অনতি বিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত