নির্বাচন অফিসের আহবানে জাজিরা প্রেসক্লাব নিয়ে প্রেস ব্রিফিং

| আপডেট :  ১৯ জুন ২০২২, ১১:৫৮  | প্রকাশিত :  ১৯ জুন ২০২২, ১১:৫৮

রতন আলী, জেলা প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় সদ্য সম্পন্ন হয়ে যাওয়া (১৫-জুন) সপ্তম ধাপের ইউপি নির্বাচনে নির্বাচনী মাঠে থেকে জাজিরা প্রেসক্লাবের সদস্যরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করায় জাজিরা প্রেসক্লাবসহ সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে জাজিরা উপজেলা নির্বাচন কমিশন এক প্রেস ব্রিফিং করেছে।

(১৯-জুন) রবিবার বিকাল ৫.০০ টার সময় জাজিরা উপজেলা নির্বাচন অফিসের মিলনায়তন কক্ষে জাজিরা উপজেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুর হোসেন খান এই প্রেস ব্রিফিং করেন।

তিনি সপ্তম ধাপে ইউপি নির্বাচনে দায়িত্ব পালন করায় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোস্তাফিজুর রহমানসহ জাজিরা উপজেলা প্রশাসন ও বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করা সকল সদস্যদের ধন্যবাদ জানান।

বিশেষ করে জাজিরা প্রেসক্লাবের সকল সদস্যদের পাশাপাশি উক্ত নির্বাচনে মাঠে কাজ করায় সকল সাংবাদিকদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

উল্লেখ্যঃ গত ১৫-জুন বুধবার সপ্তম ধাপে জাজিরায় ১টি ইউনিয়ন তথা জয়নগরে সংরক্ষিত(মহিলা) পদে ব্যালটে এবং ৬টি ইউনিয়ন তথা পূর্ব নাওডোবা, বড় গোপালপুর, বিকে নগর, পালেরচর, বিলাসপুর ও কুন্ডেরচরে ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত