আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ আহসানুল হকের সংবাদ সম্মেলন

| আপডেট :  ২০ জুন ২০২২, ১০:০১  | প্রকাশিত :  ২০ জুন ২০২২, ১০:০১

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর দুমকিতে আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও তথ্য বিভ্রাটের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেন অধ্যক্ষ মো. আহসানুল হক ।

১৯জুন রবিবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব, দুমকির হলরুমে আয়োজিত প্রতিবাদ সংবাদ সম্মেলনে তিনি তীব্র নিন্দা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহসানুল হক বলেন, মো. জসিম উদ্দিন হাওলাদারের স্ত্রী মোসা. সামসুন্নাহারকে তৃতীয় শ্রেণীর কর্মচারি পদে বিধি মোতাবেক চাকুরী দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে তিনি এসব অসত্য ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।

উল্লেখ্য যে, ১৯ জুন রবিবার সকাল ১১টায় আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ আহসানুল হক বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতি, নিয়োগ বাণিজ্যের অভিযোগে প্রেসক্লাব দুমকিতে একটি সংবাদ সম্মেলন করেন মো: জসিম উদ্দিন হাওলাদার।
#

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত