আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ মানববন্ধনে হামলা

| আপডেট :  ২২ জুন ২০২২, ১২:০৯  | প্রকাশিত :  ২২ জুন ২০২২, ১২:০৯

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ– দুমকির আজিজ আহমেদ কলেজের অধ্যক্ষ মোঃ আহসানুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা হয়রানি ও মানহানির অভিযোগ ও অভিযুক্তদের বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে কিছু বহিরাগতদের হামলার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা ১২ টায় দুমকির মরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারে আজিজ আহমেদ কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শুরু হওয়ার কিছুক্ষণ পরে স্থানীয় বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন হাওলাদার, ফোরকান আলী শিকদার ও নিখিল চন্দ্র নেতৃত্বে মানববন্ধনে হামলা চালানো হয়।

কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোঃ নাসির উদ্দিন বলেন, আমরা অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা হয়রানি ও মানহানির অভিযোগে ছাত্র-ছাত্রীদের ইচ্ছায় প্রতিবাদ ও মানববন্ধন করছিলাম এমন সময় কিছু বহিরাগতরা এসে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা চালায়।

কলেজের অধ্যক্ষ বলেন, মোঃজসিম উদ্দিন হাওলাদারের স্ত্রীকে কলেজে ল্যাব সহকারী পদে চাকরি দিতে চেয়েছিলো কিন্তু তার বয়স বেশি হওয়ায় তাকে চাকরি দেওয়া যায়নি বলে সে ক্ষুব্দ হয়ে আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে মানহানিকর বিভিন্ন অভিযোগ করেন এবং আজ শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা করেন।

কলেজের গভর্নিং বডির সভাপতি আবদুল মান্নান হাওলাদার বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কলেজের সুনাম রক্ষায় গভর্নিং বডির সিদ্ধান্তে আজ শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিল, এমতাবস্থায় কিছু বহিরাগতদের হামলার কথা আমি শুনেছি, আমরা গভর্ণিং বডির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব।

অভিযুক্ত জসিম উদ্দিন হাওলাদার বলেন, হামলা করা হয়নি তবে কিছু অভিভাবক ছাত্র ছাত্রী দিয়ে মানববন্ধন করায় এর প্রতিবাদ করেছে তাদের সাথে আমিও ছিলাম#

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত