রাতেই আসছে ফাইজারের টিকা

| আপডেট :  ৩০ মে ২০২১, ০৫:২৯  | প্রকাশিত :  ৩০ মে ২০২১, ০৫:২৯

প্রাণঘাতী করোনার সংক্রমণরোধে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আজ রাতেই নির্ধারিত সময়ে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও এর আগে দুপুরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ফ্লাইট জটিলতার কারণে আজ টিকা আসছে না বলে জানিয়েছিল তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন রোববার (৩০ মে) বিকেলে গণমাধ্যমকে বলেন, আজকেই ফাইজারের টিকা আসছে। ব্রিফিংয়ের আগ পর্যন্ত আমাকে জানানো হয়েছিল ফ্লাইট জটিলতার কারণে আজ টিকা আসছে না। ব্রিফিং শেষে পরে আবারও ফোনে জানানো হয়েছে যে রাতেই টিকা আসছে। রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে টিকা দেশে পৌঁছাবে বলে আমাদের জানানো হয়েছে।

অধিদপ্তরের এই মুখপাত্র রোববার দুপুরে নিয়মিত করোনা বুলেটিনে বলেন, ফাইজারের যে টিকা রাতে আসার কথা ছিল, সেগুলো আজ আসছে না। নির্দিষ্ট যে ফ্লাইটটি টিকা নিয়ে আসার কথা ছিল, সেটি আমরা পাইনি। সেক্ষেত্রে টিকা আসতে কিছুটা দেরি হতে পারে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত