প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার কোর্সের সনদপত্র বিতরণ

| আপডেট :  ২৩ জুন ২০২২, ১২:৪১  | প্রকাশিত :  ২৩ জুন ২০২২, ১২:৪১

ডাউন সিনড্রোম ও বুদ্ধি প্রতিবন্ধী বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিগণ আমাদের বোঝা নয় বরং সম্পদ। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব। বর্তমান যুগ আইটি ও তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির দক্ষতা অর্জনের মাধ্যমে এ সকল সুবিধা বঞ্চিত জনগোষ্টী যাতে নিজেদের কে আত্ম-নির্ভরশীল ও স্বাবলম্বী করে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্য নিয়ে ‘আমডা হেলথ এন্ড এনভায়রমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘ইনোভেশন ফান্ডের’ সহায়তায় ১ বছর মেয়াদী ডাউন সিনড্রোম ও বুদ্ধি প্রতিবন্ধী বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতাবৃদ্ধি শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পটির মাধ্যমে ৬০ জন ডাউন সিন ড্রোম ও বুদ্ধি প্রতিবন্ধী বৈশিষ্ট্য সম্পন্নযুব/যুবানিজেদেরকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ জুন উক্ত প্রকল্পের সমাপনী অনুষ্ঠান ও অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় হোসেন্দী ইউনিয়নের আমডা বাংলাদেশ কমপ্লেক্সে এই সনদ পত্র বিতরণ করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার জনাব ওয়াহিদ-উজ-জামান। আমডাবাংলাদেশের নির্বাহীপরিচালক জনাব সরদার এ রাজ্জাকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম) শাহানাজ পারভীন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক উত্তম হাওলাদার, হেড অব প্রোগ্রাম মিজানুর রহমান জুয়েল, আমডা বাংলাদেশর আঞ্চলিক নির্বাহী আরিফ হোসেন মোল্লা, প্রজেক্ট ম্যানেজার সরদার জহিরুল ইসলাম কাজল, ডাউন সিন ড্রোম সোসাইটি অব বাংলাদেশের পরিচালক বাহারউদ্দিন ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির ভাষনে জনাব ওয়াহিদ-উজ-জামান বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। প্রতিবন্ধী জনগোষ্টীর উন্নয়নে সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এবং এ সকল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নানা বিধকর্মসূচী সফলতার সাথে বাস্তবায়ন করে যাচ্ছে।

সভাপতির ভাষনে আম ডাবাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব সরদার এ রাজ্জাক বলেন, আমডা বাংলাদেশ তার উন্নয়ন কর্মকান্ডে সর্বস্তরের প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করে নানা মুখী পদক্ষেপ হাতে নিয়েছে। অত্র উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্টীর শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে আমডা বাংলাদেশ সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে।

এ সময় উক্ত প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ন ডাউন সিন ড্রোম ও বুদ্ধি প্রতিবন্ধী বৈশিষ্ট্য সম্পন্ন শিক্ষার্থীগণ সনদ হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করেন এবংসরকার ও প্রকল্প বাস্তবায়নকারী আমডা বাংলাদেশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত