পদ্মা নদীর পানি বিপৎসীমার উপর প্রভাহিত হচ্ছে
রতন আলী মোড়ল, শরীয়তপুর প্রতিনিধি :ধড়লা ও তীসতার পানি ভয়ানক গতিতে স্রোত প্রভাহিত হওয়ার যমুনা ও পদ্মার নদীর পানি ২০ সেন্টিমিটার পেরেছে।
গতো বুধ ও মঙ্গলবারের ভারি বৃষ্টি বর্ষনের কারনে শরিয়তপুর জেলার জাজিরা উপজেলা বিভিন্ন চর বিস্তীর্ণ এলাকায় ফসলি জমিন বেপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির প্রভাবে পদ্মা নদীর পানি আরো বেশ বৃদ্ধি হয়া আসংক্ষা অব্যাহত রয়েছে।
এরই মধ্যে শরীয়তপুর জাজিরা পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে আর পদ্মার ডানতীর রক্ষা বাঁধ পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফলে বন্যার পূর্বাভাস আশঙ্কা করা হচ্ছে তলিয়ে যাচ্ছে নিচু এলাকা ক্ষতিগ্রস্ত হওয়া
চর বিস্তীর্ণ এলাকায় সাধারণ মানুষ নদী ভাঙ্গা কবলে পড়ার আতংকে আছেন।
মাঝির চর কুন্ডের চর নৌপাড়া ও চর আত্ররা
জন সাধারণ মানুষ বলেন ঘর বাড়ি নিয়ে চিন্তা আরো বেশ গবাদিপশুর জন্য।
পাউবো সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকে বিপৎসীমার ৭ সেন্টিমিটার, বুধবার ৯ সেন্টিমিটার পদ্মা নদীর পানি সুরেস্বর পয়েন্টে ৪৫ থেকে ৬১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
নদীর পানি নড়িয়া ডানতীর রক্ষা বাঁধ পয়েন্ট এলাকায় ৪৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানান, পদ্মা নদীর পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো বিপদ ঘটেনি। নদী ভাঙ্গাসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পাউবো।
এদিকে, পদ্মা নদীতে পানি বাড়ার কারণে অভ্যন্তরীণ নদীর শাখা নদী যেমন কীর্তিনাসা, পদ্মা হোগলা নদীসহ খালগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। এ বৃদ্ধির অব্যাহত তাকলে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত