শরিয়তপুরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রতন আলী মোড়ল, শরিয়তপুর প্রতিনিধি: শরিয়তপুরের বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা সভাপতি শাজাহান সিকদার ও ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান মো. শাজাহান বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও বীর মুক্তিযুদ্বা সহ গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জয় বাংলা স্লোগানে মুখরিত ছিল।
এসময় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু করা হয় এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন। এরপরে সকল নেতা কর্মী অংশগ্রহণে আনন্দ র্যালি বের করা হয় র্যালিটি দাশের বাজার হয়ে বাসস্টান্ড হয়ে দলীয় কার্যালয় এসে শেষ হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত