গৌরীপুর স্বাস্থ্য কেন্দ্রের জমিতে কোচিং সেন্টার, গাছ কেটে নেয়ার অভিযোগ

| আপডেট :  ২৩ জুন ২০২২, ০৮:৩৪  | প্রকাশিত :  ২৩ জুন ২০২২, ০৮:৩৪

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জমি দখল করে কোচিং সেন্টার করার অভিযোগ উঠেছে আব্দুল মোতালিব বিএসসি’র বিরুদ্ধে।

এদিকে, অপর দখলকারী কেটে নিয়ে ওই স্বাস্থ্য কেন্দ্রের গাছ।

এই ঘটনায় বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য কেন্দ্রের জায়গা থেকে কোচিং সেন্টার উচ্ছেদ ও সরকারি গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসীর পক্ষে শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন ও শাহজাহান কবীর।

অভিযোগে সুত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার মাওহা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দশ শয্যায় উন্নীত করা হয়েছে। সেই কাজের অংশ হিসাবে স্বাস্থ্য কেন্দ্রে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের উত্তর পাশের জমি অবৈধভাবে দখল করে সৈয়দ সেলিম গং ব্যবসা প্রতিষ্ঠান করেছে। পূর্ব পাশের জমি দখল করে জেবিন আক্তার অবৈধ ভাবে ঘর তুলেছে। জেবিন আক্তারের ঘরটি তার ভাসুর আব্দুল মোতালিব বিএসসি কোচিং সেন্টার হিসাবে ব্যবহৃত করছেন।এর মধ্যে গত ১৯ জুন স্বাস্থ্য কেন্দ্রের সীমানার ভেতর থেকে সরকারি গাছ কেটে নেয় সৈয়দ সেলিম নামে স্থানীয় প্রভাবশালী। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

জায়গা দখলের বিষযে আব্দুল মোতালিব বিএসসি বলেন, আমি তো মনে করি আমি আমার জায়গাতে আছি। সরকারি আমিন দিয়া (সরকারি সার্ভেয়ার) দিয়া মাপাইয়া যদি পড়ে, আমি কথাই ছাইড়া দিবো সমস্যা নাই। কিন্তু তাদের মনগড়া মাপ দিয়া আমার ঘর পালাইয়া দিবো এইডা আমি মানতে পারতেছিনা।

গাছ কাটার বিষয়ে সৈয়দ সেলিমের মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে কিছুক্ষণ পরে কথা বলব বলে লাইন কেটে দেন। এরপর একাধিক বার কল করা হলে তিনি কল রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, অভিযোগ পেয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত