পদ্মাসেতু উদ্বোধনে কর্নেল রাসেলের শুভেচ্ছা বার্তা
শরিয়তপুর প্রতিনিধি, রতন আলী মোড়ল: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামি ২৫-জুন শনিবার উদ্বোধন হতে যাচ্ছে কোটি বাঙ্গালির আকাঙ্খিত ও দক্ষিণ বঙ্গের মানুষের বহু প্রতিক্ষিত স্বপ্নের পদ্মাসেতু।
পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে পালং ও জাজিরা বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি শুভেচ্ছা বার্তা দেন লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ নজরুল ইসলাম রাসেল।
একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ শুভেচ্ছা বার্তাটি প্রেরণ করেন। তিনি বলেন, স্বপ্নের পদ্মাসেতুর জন্য আমরা পদ্মাপাড়ের মানুষজন বহু ত্যাগ স্বীকার করেছি।
সেই শুরুতে ভূমি অধিগ্রহণের মধ্য দিয়ে আমাদের এই ত্যাগ স্বীকার শুরু হয়। পদ্মাসেতু উদ্বোধনের মধ্য দিয়ে এই কষ্টের লাঘব হবে আমাদের ইনশাআল্লাহ।
এত বড় একটি দুঃসাহসিক প্রকল্প বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষদেরকেও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত