পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জাজিরার প্রতিটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রতন আলী মোড়ল, শরীয়তপুর প্রতিনিধি: আগামীকাল ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে, জাজিরা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে, শরীয়তপুর জাজিরা উপজেলার প্রতিটি মসজিদে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এছাড়াও জাজিরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রতিটি মাদ্রাসায় ছাত্রদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়।
শুক্রবার (২৪ জুন) জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের হাজী শরীয়তুল্লাহ হাফেজিয়া একাডেমী ও এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে জাজিরা উপজেলা নিবার্হী কর্মকর্তা কামরুল হাসান সোহেল অনুষ্ঠানে যোগদান করে এসব কথা জানান।
জানা যায়, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে জাজিরা উপজেলার প্রতিটি মসজিদে মাননীয় প্রধান মন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মসজিদে মিষ্টি বিতরণের আয়োজন করেন। এছাড়াও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রতিটি মাদ্রাসা ও এতিমখানায় ছাত্র-ছাত্রীদের কে লটকন, আম, কাঁঠাল সহ মৌসুমী ফল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের পর জুম্মার নামাজের শেষে, বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জামাল হোসেন, হাজী শরীয়তুল্লাহ হাফেজিয়া একাডেমী ও এতিমখানার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মো. ফজলুল হক খান সহ স্থানীয় মুসল্লীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জামাল হোসেন জানান, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে, বিশেষ মোনাজাতের অংশ হিসেবে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্রদের জন্য উপহারস্বরূপ মৌসুমী ফল বিতরণ করেছি।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল জানান, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে জুমার নামাজ শেষে প্রতিটি মসজিদে বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মসজিদে মিষ্টি বিতরণ করা হয়েছে, এছাড়াও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মৌসুমী ফল বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত