দুমকিতে ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে পশুর হাট

| আপডেট :  ০৩ জুলাই ২০২২, ১১:৫৩  | প্রকাশিত :  ০৩ জুলাই ২০২২, ১১:৫৩

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে স্থায়ী ও অস্থায়ী পশুর হাট গুলি।

উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায় ক্রেতা ও বিক্রেতাদের বেচা কেনার দর কষাকষি।এছাড়াও ঈদকে কেন্দ্র করে কামার দের বেরেছে দা, বটি, ছুরি ও চাপাতি বানাবার তোরজোর।

এবার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে দুমকিতে ৬ টি পশুর হাট রয়েছে এগুলোর মধ্যে ৫ টি অস্থায়ী হাট এবং ১টি স্থায়ী হাট।

অস্থায়ী হাট গুলো হলো দুমকি বালুর মাঠ,সাতানী কালভার্ট বাজার হাট,পাংগাশিয়া হাজির হাট বাজার ,পাংগাশিয়া ধোপার হাট,পাংগাশিয়া মাদ্রাসা ব্রীজ সংলগ্ন হাট, এবং স্থায়ী মুরাদিয়ার বোর্ড অফিস বাজার।

বিক্রেতারা জানান বাজারে পশুর খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় পশু লালন পালন করতে খরচ বেড়ে গেছে কিন্তু সে তুলনায় ক্রেতারা ন্যায্য দাম বলছে না।

ক্রেতারা জানান বাজারে আগের বছরগুলোর চেয়ে এবার দাম একটু বেশি।

ইজারাদারা বলেন বেচা কেনা ভালো চলছে কিন্তু আরো বাড়তে পারে বলে আশা করি।

দুমকির কামার উত্তাম বলেন, কোরবানির ঈদ আসলেই আমাদের কাজের চাপ বেরে যায় কেউ আসে ধার দিতে আবার কেউ আসে বানাতে কেউ কিনতে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত