দুমকিতে ‘ড্রিম ওয়ার্ল্ড মিনি পার্ক’ উদ্বোধন
জাবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ জাফর খান এর ছোট জামাতা সরোয়ার সামসুল আলম ভূঁইয়া’র নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ড্রিম ওয়ার্ল্ড মিনি পার্ক’ টির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই ) বিকেল ৫ টায় উপজেলার কার্তিকপাশা গ্রামে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ফিতা কেটে পার্কের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে এর সরোয়ার সামসুল আলম ভূঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
দ্য বাংলাদেশ অবজারভারের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রিন্স এর সঞ্চালনায় পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্কের প্রতিষ্ঠা সরোয়ার সামসুল আলম ভূঁইয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক খায়রুল আহসান খায়ের, অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান, দৈনিক সাথী’র সম্পাদক আনোয়ার হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, পার্কটিতে শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে ৮ টি অত্যাধুনিক রাইড। এর মধ্যে ১০ টি আসন বিশিষ্ট ‘মেরি গো রাউন্ড’, জাম্প ফ্রগে রয়েছে ১ টি আসন, ২০ জন যাত্রী নিয়ে রয়েছে ‘ভিজিটিং ট্রেইন, একসঙ্গে ১৬ জন শিশু উপভোগ করতে পারবে ‘টুইস্টার’, পাইরেটস অব ক্যারিবিয়ান বুটে রয়েছে ২৪ টি আসন, বাম্পার কারে ৫ জন,। এছাড়া ম্যাজিক প্যারাসুটে ১৮ জন ও হানি সুইংয়ে একসঙ্গে ১৬ জন উপভোগের সুযোগ পাবে। #
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত