শরিয়তপুরবাসী হারালো শ্রেষ্ঠ দুই বীর সন্তান, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

| আপডেট :  ০৮ জুলাই ২০২২, ০৬:১৬  | প্রকাশিত :  ০৮ জুলাই ২০২২, ০৬:১৬

রতন আলী মোড়ল, জেলা প্রতিনিধি শরিয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় একই দিনে দুইজন জাতির শ্রেষ্ঠ সন্তানের মৃত্যু হয়েছে একজন হলো ছয়গাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর কাজল কোট গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা স্বাধীন অর্জন কারি

মোঃ সেকান্দার সরদার অপর জন হলেন ভেদরগঞ্জ এর জাতির শ্রেষ্ঠ সন্তান দুই বীর মুক্তিযোদ্ধা মো:খলিলুর রহমান তালুকদার, ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়কালে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার এসময় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার আবদুল্লাহ আল মামুন উপস্থিত থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করে।

এসময় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অভিসার আবদুল্লাহ আল মামুন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে হৃদয়বিদারক আলোচনা করেন যা উপস্থিত সকলের চোখে পানি এসে পড়ে শুভ হুভ আলোচনাটা তুলে ধরা হল।

আজ খুব বিষন্ন হয়ে গেছি। জাতির শ্রেষ্ঠ সন্তানরা একে একে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন যারা এই দেশটাকে মুক্ত করার জন্য দেশ ত্যাগ করেছিলেন, মানবেতর জীবন যাপন করে যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিলেন, লুঙ্গি পরে পুরনো রাইফেল নিয়ে পাকিস্তানি আর্মিদের সঙ্গে যুদ্ধ করেছিলেন মৃত্যু অবধারিত জেনেও। বীর মুক্তিযোদ্ধাগণ কোন কিছু পাবার আশায় যুদ্ধ করেননি। জাতি হিসেবে আমরা এখনও বীর মুক্তিযোদ্ধাদের যথার্থ সম্মান দিতে পারিনি। বিদায়কালে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার এই সুযোগ একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার চোখে পানি দেয়। বীর মুক্তিযোদ্ধারা সুবোধ সুশৃঙ্খল মানুষ হলে ১৯৭১ এ যুদ্ধে যেতে পারতেন না। তারা দুর্বিনীত, সাহসী, অবাধ্য ছিলেন বলেই যুদ্ধে যাবার মতো মানসিকতা জোগাড় করতে পেরেছিলেন যা তৎকালীন সময়ের ভদ্র, সুবোধ লোকেরা পারেননি। তাই কোন বীর মুক্তিযোদ্ধাদের কথা, আচরণ আমাকে কষ্ট দেয় না, বিব্রত করে না। তারা ছিলেন বলেই আজ বাংলাদেশ নামক দেশটা আছে। একটা সময় আসবে যখন আর একজন বীর মুক্তিযোদ্ধাও বেচেঁ থাকবেন না প্রকৃতির নিয়মে। তাদের ত্যাগকে যেনো আমরা মূল্যায়ন করতে পারি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত