দুমকিতে গাঁজাসহ ব্যবসায়ী আটক

| আপডেট :  ১৮ জুলাই ২০২২, ০৪:০০  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২২, ০৩:৫৯

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ দুমকিতে তিন কেজি গাজা সহ মুসা হাওলাদার (৪৫)নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ১২টায় দুমকি থানার পুলিশ পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন চেকপোস্ট থেকে তল্লাশি করে তাকে আটক করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম বলেন,পটুয়াখালীর পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শহিদুল্লাহ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেলের নির্দেশনায় এবং আমার তদারকিতে দুমকি থানার এস আই রাজিব, এ এস আই রমিজ, এ এস আই হালিম সংগীয় ফোর্স সহ লেবুখালি টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট বসিয়ে মোঃ মুছা হাওলাদার(৪৫) কে ৩ কেজি গাঁজা সহ আটক করা হয়।তাহার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।

উল্লেখ্য আসামী মুসা হাওলাদারের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাজী কান্দা গ্রামের মৃত হানিফ হাওলাদার ছেলে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত