শরীয়তপুরে মোটরসাইকেল চোরের সদস্য গ্রেফতার

| আপডেট :  ১৮ জুলাই ২০২২, ০৫:৩৯  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২২, ০৫:৩৯

রতন আলী মোড়ল,শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা পুলিশের কর্মতৎপরতায় ৬টি চোরাই মোটরসাইকেল ও ১টি ইজিবাইক উদ্ধারসহ আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পুলিশ সুপার এস.এম.আশরাফুজ্জামান, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শরীয়তপুর জানান।

এ সময় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মোটরসাইকেল চুরির মামলায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব এস এম মিজানুর রহমান, নড়িয়া সার্কেল, অফিসার ইনচার্জ জনাব মাহাবুব আলম, ও নড়িয়া থানা পুলিশের সহযোগিতায় আন্তঃ জেলা চোরচক্রের সদস্য গ্রেফতার করেন, আসামি ১/ মো. আব্বাস বেপারি(৪০) পিতা: মৃত সিকিম আলী, সাং- কোড়ালতলী, থানা- ভেদরগঞ্জ, ২/ দুলাল খাঁ (২৬) পিতা- মজিদ খা, সাং- অনুসরদার কান্দি, থানা- সখিপুর, ৩/স্বপন বেপারি (৩৫) পিতা – গোলাম মাওলা বেপারি,সাং- পোড়াগাছা, থানা- নড়িয়া, ৪/ দবির তালুকদার (৪৮) পিতা- মৃত আইনউদ্দীন তালুকদার, সাং- বিনোদনপুর কাজীকান্দী, থানা- পালং মডেল, সবজেলা শরীয়তপুর, ৫/ মোঃ খাইরুল (২৪) পিতা- সালাম চোকিদার, সাংসানকিপুর, থানা- দশমিনা, জেলা পটুয়াখালীদের গ্রেফতার করেন।

উদ্ধারকৃত আলামতের বর্ণনা:

১৫০ সিসি ০৩ টি পালসার মটরসাইকেল, ০১ টি hunk ১৫০ সিসি মটরসাইকেল, ০১ টি হর্নেট ১৫০ সিসি মটরসাইকেল, ০১ টি Honda ১৫০ সিসি মটরসাইকেল ও ০১ টি ইজিবাইকসহ ০৬ টি মটরসাইকেল উদ্ধার করেন।

এছাড়াও পুলিশ সুপার আরও জানান গ্রেফতকৃত চোরচক্রের দুই সদস্য পুলিশকে জানিয়েছেন, তারা মাস্টার কি ব্যবহার করে পাঁচ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেল চালু করতে পারে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জনাব এস এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, নড়িয়া সার্কেল, শরীয়তপুর, নড়িয়া থানার অফিসার ইনচার্জ জনাব মাহাবুব আলম ও উপপরিদর্শক (এসআই) মোঃ মিরাজ হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

গ্রেফতারকৃত মো. আব্বাস বেপারি(৪০) নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের দেওয়ায় তথ্যমতে আরো অজ্ঞাতনামা চোরদের সনাক্তসহ গ্রেফতার ও চোরাই যাওয়া মোটরসাইকেল উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যহত আছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত