আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্যের মনোনয়ন পত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ

| আপডেট :  ১৮ জুলাই ২০২২, ০৮:৪১  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২২, ০৮:৪১

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকিতে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্যের মনোনয়ন পত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বাতিল করা হয়েছে ১ সদস্যের মনোনয়ন পত্র।

সংবাদ সম্মেলন, বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন সহ মানববন্ধন করে প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী ও সুনাম নষ্ট হয় এমন কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ১৪ (ক) ধারা মোতাবেক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের অভিভাবক শ্রেণির সদস্য মনোনয়ন পত্র বাতিল করা হয়।

কলেজ ও অন্যান্য সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ আগস্ট চলামান কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার পূর্বে নতুন কমিটি গঠনের লক্ষে গত ২৫ জুন,২০২২ গেজেট প্রকাশ করা হয়। সে মোতাবেক অভিভাবক শ্রেণির সদস্য পদে আজিজ খন্দকারের ছেলে মোঃ ফারুক খন্দকার, জয়নউদ্দীন হাওলাদারের ছেলে আঃ রাজ্জাক হাওলাদার, মৃত নজমত আলীর ছেলে মোঃ মিজানুর রহমান, মৃত আবদুস সাত্তার হাওলাদারের ছেলে এনায়েতুর রহমান, মোঃ চান মিয়া খানের ছেলে মোঃ মোশারফ খান ও মৃত মমতাজ উদ্দীন হাওলাদারের ছেলে মোঃ জসিমউদদীন হাওলাদারের সদস্য মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, বাতিলকৃত মনোনয়ন পত্রের বিষয়ে নির্বাচন কমিশনের অন্যতম সদস্য রিটার্নিং অফিসার ( অত্র কলেজ অধ্যক্ষ) এর নিকট প্রার্থী স্বংয় উপস্থিত থেকে লিখতভাবে আগামী ১৯ জুলাই (মঙ্গলবার), ২০২২ তারিখ সকাল ১০ টায় আপীল করতে পারবেন এবং ঐ দিনই আপীল শুনানি ও নিষ্পত্তি করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত