জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দুমকিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

| আপডেট :  ২৩ জুলাই ২০২২, ০৪:২৭  | প্রকাশিত :  ২৩ জুলাই ২০২২, ০৪:২৩

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল ইসলাম, দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা।

এসময় তিনি মৎস্য সম্পদকে সয়ংসম্পূর্ণ করতে বর্তমান সরকারের গৃহীত কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করে বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও ২৩ জুলাই হতে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপিত হচ্ছে।

বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ বিশ্বে ইলিশ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ২০২১-২২ অর্থবছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪২ দশমিক ২০ লাখ মেট্রিক টন। এ লক্ষ্যমাত্রা অতিক্রম করে মাছ উৎপাদন হয়েছে ৭৭ লক্ষ মেট্রিক টন। মৎস্য জাত উৎস থেকে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র বিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে। মৎস্য খাতে এ অনন্য সফলতা ধরে রাখার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে, এগুলো হলো মা- ইলিশ সংরক্ষণ, জাটকা সংরক্ষণ, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ জলাশয়ের আবাসস্থল উন্নয়ন ও প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ। পরিবেশ বান্ধব চিংড়ির চাষ সম্প্রসারণ, সামগ্রিক মৎস্য সম্পদের সহনশীল আহরণ, উন্নয়ন ও ব্যবস্থাপনা, স্বাস্থ্যকর ও নিরাপদ সরবরাহ এবং মৎস্য ও মৎস্যজাত পন্য রপ্তানিসমূহ।

তিনি আর‌ও বলেন, এ বছর উপজেলা পর্যায়ে সাংবাদিকগণের সাথে মতবিনিময়, রেলি, পোনা মাছ অবমক্তকরণ, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় ও প্রমান্য চিত্র প্রদর্শন, হাট বাজার বা জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ ও ভিডিও প্রদর্শন, মৎস্যজীবীর পুকুর পরিদর্শন, পরামর্শ প্রদান এবং সপ্তম দিনে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রতিটি অনুষ্ঠানে আমরা আপনাদের উপস্থিতি কামনা এবং আপনাদের মিডিয়ার ব্যাপক প্রচারের মাধ্যমে জাতীয় মৎস্য ২০২২ এর সফলতা কামনা করছি। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত