তেরখাদায় ভ্রাম্যমান আদালতের অভিযানের সাত প্রতিষ্ঠানকে জরিমান
| আপডেট : ২৪ জুলাই ২০২২, ০২:৪৭
| প্রকাশিত : ২৪ জুলাই ২০২২, ০২:৪৭
রনি মোল্যা, তেরখাদা প্রতিনিধি: খুলনা জেলার তেরখাদা উপজেলার সাতটি দোকানে অভিযান চালিয়ে আট হাজার ছয়শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৩ জুলাই) রাত আটটার পর উপজেলার বাজারগুলোতে অভিযান চালানো হয়। সরকারি আইন অমান্য করে রাত আটটার টার পর দোকান খোলা রাখা ও ভোক্তা অধিকার লঙ্ঘিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে এবং তেরখাদা থানা পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানে শেখপুরা বাজারে একটি, হাড়িখালির মোড়ে দুইটি, তেরখাদার কাটেংগা বাজারের তিনটি দোকানকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা প্রসঙ্গে তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, “সরকারি আদেশে আটটার পর দোকানপাট বন্ধ রাখতে হবে। এই নির্দেশ অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অভিযান কার্যক্রম চলমান থাকবে।”
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত