বগুড়ার ধুনটে ২ গরু চুরির অভিযোগ
সুমন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় গোয়াল ঘরের তালা ভেঙে এক কৃষকের ২টি গরু চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এতে,ওই কৃষক পরিবারের কমপক্ষে ১লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
একমাত্র সম্বল ২টি গরু চুরি হওয়ায় পরিবারে চলছে কান্নার রোল। এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে যায় পুরো পরিবার।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাচথুপি পশ্চিম পাড়া গ্রামের দরিদ্র কৃষক শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক শফিকুল ইসলাম জানান,, বাড়ির আঙ্গিনায় গোয়াল ঘর। সেখানে গরু দুইটি অন্যান্য দিনের ন্যায় শুক্রবার রাত ১০ টার দিকে গোয়াল ঘরে গরু বেঁধে রেখে দরজায় তালা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন।
এ অবস্থায় রাতের কোন এক সময় সংঘবদ্ধ দূর্বৃত্তরা গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ২টি গরু চুরি করে নিয়ে গেছে। শনিবার ভোর বেলায় গোয়াল ঘরে গিয়ে গরুগুলো না পেয়ে তারা বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করলেও কোন সন্ধান মেলেনি।
এ চুরির বিষয়ে থানায় এখনও পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হইনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত