ফেনীর নাজির রোডে সেপটিক ট্যাংক বিষ্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু
ইসমাইল হোসেন ফরিদ,(ফেনী প্রতিনিধি): ফেনী শহরের নাজির রোডে সেপটিক ট্যাংকে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজির রোডের রুহুল আমিন মিয়ার ৩য় তলা ভবনের শৌচাগারের সেপটিক ট্যাংক নির্মাণ করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনজন শ্রমিক সেপটিক ট্যাংকের ছাদ খোলামাত্রই বিষ্ফোরণ হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, নিহতরা তিনজন খুলনার বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন শহরের নাজির রোড এলাকায় থাকতেন।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, ঢাকনা বন্ধ থাকায় সেপটিক ট্যাংক আর দীর্ঘসময় সেটা বন্ধ থাকায় সেখানে একধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তিনজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত