তেরখাদায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প সমাপ্ত
তেরখাদা প্রতিনিধি: খুলনা জেলার তেরখাদা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে(২০২১-২০২২) অর্থ বছরে বিভিন্ন প্রকল্প সফলতার সাথে সমাপ্ত ও কিছু প্রকল্প চলমান রয়েছে।
সমাপ্ত প্রকল্প”খুলনা জেলার রূপসা তেরখাদা দীঘলিয়ায় নিরাপদ পানি সরবারহে স্যানিটেশন প্রকল্পের আওতায় ৬০৬ গভীর নলকূপ স্থাপন ৫৯০টি ওয়াটার হারভেস্টার ১০টি কমিউনিটি টয়লেট স্থাপন করা হয়েছে।
চলমান প্রকল্পের (PDB-4) আওতায় তেরখাদা উপজেলার ১২টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লকের কাজ চলমান রয়েছে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা প্রজিত সরকার বলেন “স্যানিটেশন প্রকল্পের কাজ সফলতার সাথে শেষ হয়েছে ও(PDB-4) প্রকল্পের আওতায় নির্মাণাধীন ওয়াশ ব্লকের কাজ সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।”
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত