দুমকিতে মিথ্যা বানোয়াট মামলার প্রতিবাদে আ.লীগ নেতার সংবাদ সম্মেলন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল হক রাজনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার বিকাল ৪.০০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজন।
বক্তব্যে তিনি বলেন, গত ২৭/৭/২২ ইং তারিখ আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন একটি মামলা দায়ের করা হয়েছে যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত । প্রকৃতপক্ষে আমার বসত ঘরের দক্ষিণ পাশে একটি মৌসুমী ফলের বাগান ও নার্সারি রয়েছে। প্রতিবেশী আবু গাজীর ৭/৮ টি ছাগল বিগত এক বছর যাবত বিভিন্নভাবে আমার বাগানেরও নার্সারির গাছপালার ক্ষতি সাধন করে আসছে। বিগত ২৭-০৭ ২০২২ ইং খ্রিস্টাব্দে সকালে আমার নার্সারির প্রায় শতাধিক কাঁঠাল গাছ ছাগলে সম্পূর্ণ বিনষ্ট করে। আমি ঘুম থেকে উঠে বাগানে গিয়ে দেখি এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনদের জানাই ও ঘটনাস্থলে নিয়ে দেখাই।
পরে উল্লেখিত আবু গাজীর বাড়ির উঠানে যাদেরকে দেখতে পাই তাদেরকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করি এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল খান কে ফোন করে বিষয়টি অবহিত করি ও ঘটনাস্থলে আসার অনুরোধ করি। কিন্তু তিনি ঘটনাস্থলে আসতে অস্বীকৃতি জানান এবং আমাকে বলেন তোমার জায়গায় ছাগল পেলে জবাই করে খেয়ে ফেলো। পরে বিকেলে আবার আমার নার্সারিতে একটি ছাগল দেখতে পাই ছাগলটির গায়ে একটি লাঠি দিয়ে আঘাত করি তাৎক্ষণিকভাবে ছাগলটি অসুস্থ হয়ে পড়লে মারা যাবে এই সঙ্কায় ঘটনা স্থলে উপস্থিত কয়েকজনের পরামর্শে ছাগলটি জবাই করি। পরে বিষয়টি আঙ্গারিয়া বাজারে এসে মেম্বার সহ সকলকে অবহিত করে মীমাংসার উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করি। রাতে বাসায় এসে শুনি যে জবাই করা ছাগলের মাংস কুকুরে খেয়ে ফেলেছে। পরে রাত দশটার দিকে আমার বাসায় পুলিশ গিয়ে হাজির হয়। আমাকে ও আমার ফ্রিজে রক্ষিত ব্যক্তিগত মাংস জোরপূর্বক থানায় নিয়ে আসেন। সারারাত আমাকে থানায় বসিয়ে রেখে কোন জিজ্ঞাসাবাদ না করে মিথ্যে মামলা সাজিয়ে পরদিন পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।
তিনি আরও উল্লেখ করেন, উপজেলার আঙ্গারিয়া ২৭/০৭/ ২০২২ ইং তারিখে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে হয়রানি এবং রাজনৈতিক- সামাজিকভাবে মান-সম্মানের হানি করে। একটি বিশেষ কুচক্রী মহল আবার উল্টো ঘটনাটি বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করেছে। সত্য ঘটনা কি সবার সামনে তুলে ধরতে চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে সম্মানিত সাংবাদিক বৃন্দদের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। তিনি আরো উল্লেখ করেন বর্তমানে আমার জীবন চরম ঝুঁকিতে রয়েছে ।আমার প্রতিপক্ষ গ্রুপের লোকজন আমার চারপাশে নানা প্রতিবন্ধকতা তৈরি করে হয়রানি করছে। ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে ইউপি নির্বাচনের পর থেকে আমার প্রতিপক্ষ গুরুপ ও একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একের পর এক ঘটনা ঘটিয়ে আমাকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছেন।
এ সময় দুমকি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রেজাউল হক রাজন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত