সরকারি নর্থ খুলনা কলেজে রবীন্দ্র প্রয়াণ দিবস পালিত
তেরখাদা প্রতিনিধি: খুলনা জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি নর্থ খুলনা কলেজে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৮১ তম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল দশটায় সরকারি নর্থ খুলনা কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ আবু হেনা মনিরুল হক মন্টুর সভাপতিত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করে সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মনিরুল হক মন্টু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গ্রন্থ থেকে বিশদ আলোচনা প্রদান করেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গ্রন্থ লাইব্রেরীতে সংগ্রহের আশ্বাস প্রদান করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ইদ্রিস আলী, অর্থনীতি বিভাগের প্রভাষক অনিমা রানী বিশ্বাস, বাংলা বিভাগের চেয়ারম্যান মোহিতোষ রায়,ইংরেজি বিভাগের প্রভাষক অনির্বাণ রায়, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রবিউল ইসলাম রাজু, বিজ্ঞান বিভাগের প্রভাষক জিএম শাহিনুর রহমান, কলেজের প্রধান করণিক মোঃ রাজু।
এ ছাড়া ও রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস অনুষ্ঠানে সংগীত ও আবৃতি পরিবেশনা করেন অত্র কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক উজ্জ্বল কুমার কুন্ডু, আইসিটি শিক্ষক রানা সব্যসাচী দাস, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সাধন কুমার সাহা, শিক্ষার্থী অনন্যা সাহা, রনি মোল্লা, জান্নাতুল তাজড়িয়া, সরফুল আলম।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৮১ তম মহাপ্রয়াণ দিবসে সরকারি নর্থ খুলনা কলেজের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক অনির্বাণ রায়,বাংলা বিভাগের প্রভাষক পুষ্পা বিশ্বাস, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সোনিয়া রহমান এবং মুসলিমা খাতুন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন দর্শন বিভাগের প্রভাষক শুভঙ্কর বিশ্বাস।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত