দুমকিতে গৃহবধূকে ইটের আঘাতে জখমের অভিযোগ

| আপডেট :  ০৭ আগস্ট ২০২২, ০৭:২১  | প্রকাশিত :  ০৭ আগস্ট ২০২২, ০৭:২১

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার আঠারগাছিয়া গ্রাম নিবাসী আব্দুর রব শিকদারের পুত্র মোঃ রাসেল শিকদার তার নিজ স্ত্রী লিজা’ (২৮)কে মাথায় ইট দিয়ে মাথা ফাটানোর অভিযোগ। এ ব্যপারে দুমকী থানায় লিজার খালা তাছলিমা(৩০) বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে বিয়ের পর থেকে আসামী মোঃরাসেল সিকদার ব্যবসা করার কথা বলে ৫ লক্ষ টাকা দাবি করে আসছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে লিজার স্বামী মোঃরাসেল সিকদার বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষ গণ্যমান্য ব্যাক্তি দ্বারা মীমাংসা করতে গেলে ব্যর্থ হই।

অভিযোগে আরো বলা হয়েছে, ০৬/০৮/২০২২ তারিখে এলাকার কিছু লোকের কু-পরামর্শে নতুন করে আবারো ৫ লক্ষ টাকা যৌতুক হিসাবে দাবি করে। যৌতুকের টাকা লিজা তার বাবার বাড়ি থেকে এনে দিতে না পারায়, আতিকুল সিকদার, সাহিদা বেগম,রব সিকদার ও খলিল সিকদারের সহযোগিতায় স্বামী মোঃরাসেল সিকদার ইট দিয়ে মাথায় বারি মেরে লিজাকে রক্তাক্ত ও জখম করে। সাক্ষী ও আত্মীয়দের সহযোগিতায় লিজাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় আছে।

এ ব্যাপারে দুমকী থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত