পবিপ্রবিতে খামার ভবন ও সুফিয়া কামাল হলের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
জুবায়ের ইসলাম দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খামার ভবনের আনুভূমিক সম্প্রসারণ ও কবি বেগম সুফিয়া হল এর সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প যাতে নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হবে।
বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় খামার ভবনের আনুভূমিক সম্প্রসারণ কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪৮ লক্ষ ৬৮ হাজার ৮৮৪ টাকা। এবং কবি বেগম সুফিয়া কামাল হলের সম্প্রসারণ কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার ৪৯০ টাকা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত