বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
সুমন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামের প্রেমিক সেলিম রেজার বাড়িতে প্রেমিকা বিয়ের দাবীতে অনশনে বসেছে।
গত বুধবার (১০ই আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় দিকে প্রেমিক সেলিম রেজা ঢাকা ফার্মগেট এলাকা থেকে এক গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে আসে। বাড়ির লোকজন বিষয়টি মেনে না নেওয়ায় প্রেমিক সেলিম রেজাসহ তার পরিবারের লোকজন কৌশলে শটকে পরে।
প্রেমিক সেলিম রেজা ধুনট উপজেলার মানিকপোটল গ্রামের মোঃ আজগোর আলী মন্ডলের ছেলে বলে জানা যায়। সে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) ঢাকা শাহবাগে পিওন পোস্টে চাকরি করেন। প্রেমিকা ঢাকা একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করেন।
অনশনরত প্রেমিকা জানান, সেলিম রেজা বিয়ের প্রলোভন দিয়ে ১বছর শারীরিক সম্পর্ক গড়ে তোলে। তার সাথে আমার ৬ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। বর্তমানে সেলিম রেজাকে আমার বিয়ের কথা বললে, সে টালবাহানা করে আসছেন। বিষয়টি পরিবারে জানাজানি হলে আমি উপায় না পেয়ে চলে এসেছি। সেলিম রেজা আমাকে বিয়ে না করলে আমার আত্মহত্যা ছাড়া আর কোন উপায় থাকবেনা।
বিষয়টি গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান বাচ্চু সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত