ফিনল্যান্ডের আকাশসীমায় ‘ঢুকে পড়েছে’ রাশিয়ার যুদ্ধবিমান

| আপডেট :  ১৯ আগস্ট ২০২২, ১২:২১  | প্রকাশিত :  ১৯ আগস্ট ২০২২, ১২:২১

রাশিয়ার দুইটি যুদ্ধবিমান ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়ার দুইটি মিগ-৩১ যুদ্ধবিমান পোরভো থেকে ফিনল্যান্ড উপসাগরে ফিনিশ আকাশসীমা লঙ্ঘন করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিনল্যান্ডের বিমানবাহিনী ওই যুদ্ধবিমান শনাক্ত করার জন্য ‘একটি অপারেশনাল ফ্লাইট মিশন’ পাঠিয়েছে। ফিনল্যান্ডের বর্ডার গার্ড ‘প্রাথমিক তদন্ত’ শুরু করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। যুদ্ধবিমান দুটি পশ্চিম অভিমুখে এক কিলোমিটার এলাকা অতিক্রম করেছে।

ফিনল্যান্ডের পশ্চিম দিকে ১৩শ কিলোমিটার সীমানা রয়েছে রাশিয়ার। ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত