পরশুরাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

| আপডেট :  ২০ আগস্ট ২০২২, ০৯:২৯  | প্রকাশিত :  ২০ আগস্ট ২০২২, ০৯:২৯

ইসমাইল হোসেন ফরিদ, পরশুরাম (ফেনী) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (২০ আগস্ট) বিকেল ৪ ঘটিকার সময় পরশুরাম উপজেলা পরিষদ খোকা মিয়া মিলনায়তনে পরশুরাম উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী।

পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি ভিপি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল হোসেন মহিম, মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ ইয়াছিন শরীফ মজুমদার।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদুল্লাহ আল মামুন, পরশুরাম পৌর ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সোহেল, পরশুরাম কলেজ ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন শাহীন, বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পাবেল হোসেন,সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সহ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত